ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৮, ১০ জানুয়ারি ২০২৩

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি খাতে ৫০০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি "অংশগ্রহণমূলক চুক্তি" স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরপূর্বক চুক্তি হস্তান্তর করেন। 

৮ জানুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির অধীনে, ব্যাংক এশিয়া নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে চুড়ান্ত পর্যায়ের কৃষকদের মাঝে ৪% সুদে কৃষি ঋণ বিতরণ করবে।
 কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি